২০২১/৬/২৬ঃ জাপানে করোনা টিকার বুকিংঃ জাপানের অনেক সিটি অফিস/ওয়ার্ড অফিস থেকে ৬০বছর বয়সের নীচের সাধারণ জনগণকে করোনা ভাইরাসের টিকার টিকিট পাঠানো শুরু হয়েছে। এই টিকিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিকিট আসার পর আপনাকে হাসপাতালে/ক্লিনিকে কিংবা সিটি অফিস/ওয়ার্ড অফিস কর্তৃক নির্ধারিত ক্যাম্পে টিকা দেওয়ার জন্য বুকিং দিতে হবে। আপনার আশেপাশের অনেক হাসপাতালে/ক্লিনিকে টিকার বুকিং দেওয়া যাচ্ছে কিংবা যাবে। কোথায় বুকিং পাবেন তা বলা মুশকিল; বিভিন্ন হাসপাতালে/ক্লিনিকে কিংবা ক্যাম্পে টিকার বুকিং পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, টেলিফোন/ই-মেইল করে খোঁজ নিন। কোথাও কোথাও কুপন আসলেও আগষ্ট মাসের আগে বুকিং পাওয়া যাচ্ছে না; আবার কোথাও কোথাও ৬০ বছর বয়সের নীচের সাধারণ জনগণের টিকার বুকিং দেওয়া শুরু হয়নি। এজন্য যাদের অফিসে কিংবা বিশ্ববিদ্যালয়ে টিকা নেওয়ার সুযোগ আছে তারা অফিসে কিংবা বিশ্ববিদ্যালয় থেকে করোনার টিকা নিন; তাড়াতাড়ি পাবেন। এর বাইরে Cancel Waiting নামের সিস্টেম আছে যেখানে রেজিষ্ট্রেশন করলে কেউ টিকার বুকিং দিয়ে শরীর খারাপের কারনে টিকা না নিলে আপনার ডাক পড়তে পারে। আপনার সিটি/ওয়ার্ড অফিসের ওয়েবসাইটে বিস্তারিত দেখুন। খুব সম্ভবত হাসপাতালে/ক্লিনিকে ফাইজার কর্তৃক উদ্ভাবিত টিকা আর বিশ্ববিদ্যালয়ে/অফিসে মডার্না কর্তৃক উদ্ভাবিত টিকা দিবে।