Aviganএবং Hydroxychloroquine:অন্ধকারের মাঝে আশার আলো::
চারিদিক থেকে ছুটে আসছে দুঃসংবাদ! প্রিয়জনকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু পাচ্ছে না অনেকে। এমন অবস্থার মাঝে আশার আলো দেখিয়েছে কিছু ওষুধ। এর মধ্যে অন্যতম দুই ওষুধ হলো Aviganএবং Hydroxychloroquine।  বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা এই ওষুধের কথা বলে জনগণের মনে আশার সঞ্চার করেছে। জাপান সরকার বলছে Avigan এর কথা আর ভারত ও আমেরিকার সরকার বলছে Hydroxychloroquine এর কথা। Avigan নিয়ে জাপানের পাশের দেশ চীন ও দক্ষিণ কোরিয়ার অবস্থান দুই মেরুতে; চীন বলছে করোনা ভাইরাসের প্রতিরোধে Avigan কার্যকরী, আর দক্ষিণ কোরিয়া বলছে Avigan এর বিশাল পার্শ্ব-প্রতিক্রিয়া আছে। দুই দেশের কাছে এই দুই ওষুধের আছে বিশাল মজুদ; জাপানের কাছে আছে Aviganএর মজুদ আর ভারতের কাছে আছে Hydroxychloroquineএর মজুদ। করোনা ভাইরাসের প্রতিরোধের কার্যকারিতা প্রমাণের দৌঁড়ে Aviganএগিয়ে আছে।  এখন দেখা যাক এই দুই ওষুধের কী অবস্থা।
১। Avigan Tablet (Generic name: Favipiravir):
জাপানের Fujifilm Toyama Chemical Co. Ltd কর্তৃক উদ্ভাবিত এই ওষুধ মূলতঃ ইনফ্লুয়েঞ্জার ওষুধ। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় জাপানে ইনফ্লুয়েঞ্জার ওষুধ হিসেবে এটা সাধারনত ডাক্তারটা এ ওষুধ দেয় না। কিন্তু জাপান সরকার প্রায় ৭ লক্ষ রোগীর জন্য প্রয়োজনীয় ডোজের ওষুধ মজুদ করে রেখেছে এজন্য যে যদি কোন কারণে মার্কেটের সাধারণ ওষুধ ইনফ্লুয়েঞ্জার উপসর্গ প্রশমনে কাজ না করে তখন জরুরি পরিস্থিতিতে এই ওষুধ ব্যবহার করবে। গর্ভাবস্থায় এ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে--বাচ্চার বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ইনফ্লুয়েঞ্জার ওষুধ হিসেবে ২০১৫ সালে আমেরিকার FDA ফেইজ-৩র ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছিল। কিন্তু এই ওষুধ জাপান কিংবা বিদেশের মার্কেটে,ওষুধের দোকানে কিংবা হাসপাতালে পাওয়া যায় না।
২০১৯-২০২০ সালে করোনা ভাইরাসের মহামারীর সময়ে চীনে ৮০জন রোগীর উপর এ ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকারিতা প্রমাণিত হবার পর বিশ্বের বিভিন্ন দেশে এ ওষুধ আশার আলো দেখিয়েছে। জাপান সরকার প্রায় ২০ লক্ষ রোগীর জন্য প্রয়োজনীয় ডোজের ওষুধ তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছে;ফলে মজুদ ৭লক্ষ থাকায় অতিরিক্ত ১৩লক্ষ ডোজ ওষুধ তৈরি করছে। গত বুধবার (এপ্রিল ৭, ২০২০ তারিখে) জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ১২০জন এর অধিক রোগীর উপর অ্যাভিগান প্রয়োগে করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী ফলাফল পাওয়া গেছে (Japan PM Press Conference (in Japanese)) ।
এদিকে জাপানে ১০০জন রোগীর উপর এই ওষুধের ফেইজ-৩র ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং জুন মাসের শেষে এই ট্রায়াল সম্পন্ন হবে; তখন ওষুধের কার্যকারিতা নিয়ে পুরো ফলাফল পাওয়া যাবে। এদিকে আমেরিকাতে এই ওষুধের ফেইজ-২র ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। যদি জাপানে ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন দেশের মার্কেটে এ ওষুধ ছড়িয়ে পড়বে। আমেরিকাতে ফেইজ-৩র ক্লিনিক্যাল ট্রায়াল কী হবে জানিনা। আর জাপান সরকার  Bulgaria, Czech Republic, Indonesia, Iran, Myanmar, Saudi Arabia and Turkey সহ ২০টি দেশকে এ ওষুধ (খুব সম্ভবতঃ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য???)বিনামূল্যে দিবে। এর বাইরে আরো ৩০দেশ এ ওষুধের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে ইন্দোনেশিয়া নাকি ইতিমধ্যে এই ওষুধের ৫,০০০ ডোজ আমদানি করেছে এবং আরো ২০ লক্ষ ডোজ অর্ডার দেওয়ার প্রসেস চলছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মা এই ওষুধের জেনেরিক ওষুধ তৈরি করছে। 

Japan Clinical Trial:
https://www.fujifilm.com/jp/en/news/hq/3211
https://www3.nhk.or.jp/nhkworld/en/news/20200401_14/

US Clinical Trial: http://www.asahi.com/ajw/articles/13284800
Fujifilm Toyoma Chemical Co.'s Press Note: http://fftc.fujifilm.co.jp/en/avigan/index.html
Side Effects: http://www.asahi.com/ajw/articles/13278436
Free Medicine:
https://www.japantimes.co.jp/news/2020/04/07/national/science-health/coronavirus-japan-avigan-20-nations-free/
Indonesia Related News: https://asia.nikkei.com/Business/Pharmaceuticals/Flu-fighter-Avigan-gets-coronavirus-call-after-30-years-in-bullpen2
প্রথম আলোঃ  https://www.prothomalo.com/bangladesh/article/1649185/
২। Hydroxychloroquine (HCQ):
ম্যালেরিয়ার চিকিৎসায় এই ওষুধ ব্যাপকহারে ব্যবহৃত হয় এবং ভারতে এই ওষুধের প্রচুর মজুদ আছে। ভারতের IPAএর প্রেসিডেন্টের ভাষ্যমতে IPCA Labsএর কাছে ৫কোটি HCQ ট্যাবলেট মজুদ আছে আর প্রতিটি রাজ্যে ১০ লক্ষ-২০ লক্ষ HCQ ট্যাবলেট মজুদ আছে। মানে,ভারতে প্রায় দশকোটি HCQ ট্যাবলেট মজুদ আছে। ভারত সরকার বলছে যে ভারতের জনগনের জন্য ও ভারতের আশেপাশের কিছু বন্ধু-প্রতীম দেশের জন্য HCQ ট্যাবলেট মজুদ করে রেখেছে। আর আমেরিকাতে প্রায় ২.৯ কোটি HCQ ট্যাবলেটের মজুদ আছে এবং ভারতের কাছে আরো ৩কোটি ট্যাবলেট রপ্তানির জন্য অনুরোধ করেছে।  
করোনা ভাইরাসের মহামারীর এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে 'Game Changer' বলার পর বিশ্বের বিভিন্ন দেশে এ ওষুধও আশার আলো দেখিয়েছে। আমেরিকাতে FDA করোনা ভাইরাসের চিকিৎসায় এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। ভারতের ICMR অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যক্তি যেমন স্বাস্থ্যকর্মী ও করোনা রোগীদের সেবাপ্রদানকারী ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগ সুপারিশ করেছে এবং ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।  যদিও ভারতের ওষুধের দোকানে এ ওষুধ পাওয়া যেতে পারে তথাপি ডাক্তারের পরামর্শ ছাড়া এ ওষুধ খাওয়া যাবে না; জীবন বিপন্ন হতে পারে! এ ওষুধের ওভারডোজের কারণে নাইজেরিয়াতে কয়েকজনের দেহে বিষক্রিয়ার ঘটনাও ঘটেছে।

HCQ ট্যাবলেটের মজুদঃ https://www.bbc.com/news/world-asia-india-52222367
FDA:  https://www.npr.org/sections/coronavirus-live-updates/2020/03/30/823987540/

ICMR:
https://www.firstpost.com/india/coronavirus-outbreak-use-hydroxychloroquine-for-high-risk-covid-19-cases-recommends-icmr-drug-to-be-used-only-as-preventive-measure-all-you-need-to-know-8179771.html
OverDose Poisoning:
https://edition.cnn.com/2020/03/23/africa/chloroquine-trump-nigeria-intl/index.html
Doctor dies after allegedly taking HCQ:  https://www.indiatoday.in/india/story/coronavirus-in-india-guwahati-doctor-dies-after-allegedly-taking-hydroxychloroquine-1661535-2020-03-30
বাংলাদেশেঃ
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কাজেই বাংলাদেশ সরকার পরীক্ষামূলক ওষুধ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি দিতে পারে। জীবনের শেষ চিকিৎসা হিসেবে রোগীর অনুমতি নিয়ে ডাক্তাররা এই ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে দিতে পারে। 
সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ
ডাক্টারের পরামর্শ ছাড়া বর্তমানে করোনা ভাইরাসের সম্ভাব্য পরীক্ষামূলক ওষুধ খাবেন না। জীবন বিপন্ন হতে পারে! বর্তমানে করোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ হিসেবে Avigan, Alvesco, Hydroxychloroquine এবং Chloroquineসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এসকল ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে; কাজেই ডাক্তারের পরামর্শ ছাড়া এ সকল ওষুধ খাবেন না। Don't take medicine without Doctor's Prescription!

Copyright@Desh-Bidesh Web Portal. All Rights Reserved. Last Update: 2020/4/12 23:20 (JST)